মহেশপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭

মহেশপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শামীম খান, ঝিনাইদহ, ২৮.১০.১৭ ঃ
‘পুলিশিই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে মহেশপুর থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ,সন্মানা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহেশপুর থানা অফিসার্স ইনচার্জ আহম্মেদ কবিরের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডঃ মঈনুদ্দিন মিয়াঁজী। মহেশপুর উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, মহেশপুরে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এটিএম খারুল আনাম,মীর সুলতানুজামান লিটন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পুলিশ জনতা ভাই ভাই, পুলিশ ও জনতা যদি পাশাপাশি কাজ করে তাহলে দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিসহ সকল অপরাধ দুর করা সম্ভব হবে। সমাবেশে উপজেলার ১২ টি ইউনিয়নের বিপুল সংখ্যক কমিউনিটি পুলিশসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ