শৈলকুপায় জাঁকজমকপূর্ণ ভাবে গাজী-কালুর পালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭

শৈলকুপায় জাঁকজমকপূর্ণ ভাবে গাজী-কালুর পালা অনুষ্ঠিত

শৈলকুপা প্রতিনিধিঃ রাজীব মাহমুদ
গাজীর পট গান আর গাজীর পালার মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে বুধবার দিবাগত রাতে জাঁকজমকপূর্ণ ভাবে ঝিনাইদহের শৈলকুপার গোয়ালবাড়ীয়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামগজ্ঞের ঐতিহ্যবাহী গাজী-কালুর পালা গান।এই পালাগান সঁন্ধ্যারাত থেকে শুরু হয়ে মধ্যরাত অবধি পর্যন্ত চলে। ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর এ অনুষ্ঠানের আয়োজন করেন গোয়ালবাড়ীয়া গ্রামের শুকুর আলী। জানা যায়,তার ছেলের বউয়ের কোন সন্তান না হওয়ায় গাজী পীরের নামে মানত করেন।সন্তান লাভের পর গাজী পীরের মানত পরিশোধে এই পালা দেওয়া হয়।

বেদে সমাজে বেড়ে উঠা গাজীর পটের সুপরিচিত শিল্পী রজব আলী মিয়া গাজীর আচার্য্যর আঁকা পট নিয়ে গান করেন। তার সঙ্গে কঙ্গো বাজান আহমদ আলী, হারমোনিয়াম বাজান,কুদ্দুস আলী এবং জুরি বাজান সাহেব আলী। মনোরঞ্জন নৃত্য পরিবেশনা করেন শাপলা রাণী।

এদিকে ঐতিহ্যবাহী গাজী-কালুর পালা দেখতে আশে পাশের গ্রাম থেকে শত শত নারী পুরুষ অনুষ্ঠানে ভিড় জমায়।
পুঁথিপাঠ,গাজী-কালুর চট গান ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যেম এই পালা শেষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ