শৈলকুপায় চাষিদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৭

শৈলকুপায় চাষিদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

শৈলকুপা প্রতিনিধিঃ রাজীব মাহমুদ
রবি/২০১৭-১৮ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় সরিষা ও ভূট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচী বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মুনিম লিংকন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম নজরুল ইসলাম, বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।


পর্যায়ক্রমে এবার ২শ’ জন ভূট্টা চাষীকে ১ বিঘা জমির জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫শ’ সরিষা চাষীর প্রত্যেককে ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ