মোবারকগঞ্জ চিনিকল

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৭

মোবারকগঞ্জ চিনিকল

——————————-
👌মোবারকগঞ্জ চিনিকল এখনো এই অঞ্চলের সব চেয়ে প্রাচীন ভারী শিল্প প্রতিষ্ঠান ।।

 

এই চিনিকল সম্পর্কে চমৎকার কিছু তথ্য আছে যা শুনলে আপনাদের ভালো লাগবে ।

👉এক সময় কালীগঞ্জে এক ধরনের বিশেষ চিনি পাওয়া যেতো । যার নাম ছিল #খান্দেশ্বরী চিনি । ইহা খেজুরের গুড় এবং আখের গুড়ের সংমিশ্রণে তৈরি হতো । যার স্বাদ ছিলো মন মাতানো । দেশের মধ্যে তো ছিলোয় এ ছাড়া ওপার বাংলাতে ( কলকাতা ) এর কদর ছিলো যথেষ্ট ।

👉পরবর্তীতে 1964 সালে নেদারল্যান্ড সরকারের ঋণ সহায়তা নিয়ে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় এই অঞ্চলের একমাত্র এই ভারী শিল্প প্রতিষ্ঠানটি । এটা কালীগঞ্জ বাশীর জন্য একটা গৌরবের ব্যাপার ।