সুশান্ত স্যারের হার্টে অপারেশন সম্পন্ন

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৭

সুশান্ত স্যারের হার্টে অপারেশন সম্পন্ন

তৌহিদুজ্জামান তন্ময়: শৈলকুপার ঐতিহ্যবাহী বেনীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বাবু সুশান্ত কুমার ঘোষ স্যারের এনজিওগ্রামে হার্টে দুইটি ব্লক ধরা পড়ে। রাজধানী ঢাকার ন্যাশনাল হার্ট ফাউনডেশন হাসপাতালের অধ্যাপক ডা: বদিউজ্জামানের তত্ত্বাবধানে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয়। এনজিওগ্রাম শেষে চিকিৎসকেরা জানান, তাঁর হার্টে দুটি ব্লক আছে যার একটি ৯০ শতাংশ অন্যটি ৭৫ শতাংশ।

পরিবারের সদস্যদের সিদ্ধান্তক্রমে বিকেল সাড়ে ৪ টার দিকে বাবু সুশান্ত কুমার ঘোষ স্যারের হার্টের ব্লকে রিং (স্টেইনইং) লাগানো শুরু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে স্যারের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তবে তাকে এখনও পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে হাসপাতাল ত্যাগ করতে পারবে বলেও চিকিৎসকরা জানান।

 

বিঃ দ্রঃ  স্যারের সাথে দেখা করতে চাইলেঃ ন্যাশনাল হার্ট ফাউনডেশন, মিরপুর, পোস্ট অপারেটিভ ১৪ নাম্বার বেড। যোগাযোগ: স্যারের ছোট ছেলে- সৌহার্দ্য কুমার ঘোষ: ০১৭১২-০১২৬২৪

এ সংক্রান্ত আরও সংবাদ