শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৭

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

এইচ,এম ইমরান, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার কবিরপুর-গাড়াগঞ্জ সড়কে ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ী চালানো ও হেলমেট পরিধান না করার অপরাধে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ মোতাবেক ৫ জনকে, শৈলকুপা বাজারে ডিলিং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন, ১৯৫৬ অনুসারে ১ টি প্রতিষ্ঠানকে ও পাটজাত মোড়ক ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুসারে ১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ