মহেশপুরে অসহায় পরিবারের জমজ ৩ সন্তানের মধ্যে প্রতিবন্ধি আসমার জীবন কাহিনী

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭

মহেশপুরে অসহায় পরিবারের জমজ ৩ সন্তানের মধ্যে প্রতিবন্ধি আসমার জীবন কাহিনী

শামীম খান ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামের এক হত দরিদ্র গরীব অসহায় দিন মজুরের ঘরে একই সাথে জন্ম নেওয়া জমজ ৩ কন্যার সন্তানের মধ্যে প্রতিবন্ধি ছোট কন্যা আসমা (৪) যার বাম হাতটি জন্মের সময় থেকে নেই । এই প্রতিবন্ধি বাচ্ছাটি অতি কষ্ঠে মানুষ হচ্ছে ঐ অসহায় পিতার আশ্রয়ে । হত দরিদ্র দিন মুজুর আব্দুর রাজ্জাক একজন রোগ গ্রস্থ ব্যাক্তি তবুও সংসার চালাতে পরের ক্ষেতে কাজ করে । এবং সেখান যা হাজিরা পায় তাই দিয়ে কোন হালে খেয়ে না খেয়ে দিনোপাত চালাই । আসমার মা বিউটি খাতুন জানায় আল্লাহ আমার গর্ভে প্রথম একটি কন্যা সন্তান দেয় তার পর দ্বিতীয় দফায় ৩ টি জমজ বাচ্ছা দিলো সবই হলো মেয়ে,তার মধ্যে একটি হলো পঙ্গু আল্লা দিলে আমার কি করার আছে, একে অপরের সাহায্য নিয়ে খেয়ে না খেয়ে ৪ টি মেয়ে মানুষ করছি । অনাহারে অর্ধহারে জীবন যাপন করলেও আজ পর্যন্ত আমার পঙ্গু বাচ্ছাটির জন্যও কোন সরকারি দান অনুদান কিছুই পায়নি ।তিনি আরো জানান ৪/৫ কাটা ভিটা জমি ছাড়া আমার স্বামীর আর কোন জায়গা জমি নেই শুধু মাত্র দেহের উপর নির্ভর করে বাবা ও ভাইদের ঘাড়ে ভর করে বাচ্ছা গুলো নিয়ে কোন হালে আমাদের সংসার চালাতে হয় । এবিষয়ে জন প্রতিনিধি,সমাজসেবা,ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছে অসহায় পরিবারটি ।

এ সংক্রান্ত আরও সংবাদ