মহেশপুরে পুরন্দরপুর গ্রামে একটি চলাচল রাস্তার উপর অভিযোগ,সমাধানের আগেই দখলের পায়তারা

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭

মহেশপুরে পুরন্দরপুর গ্রামে একটি চলাচল রাস্তার উপর অভিযোগ,সমাধানের আগেই দখলের পায়তারা


শামীম খান ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খাঁ পুরন্দপুর গ্রামের ফরিদপুর পাড়া দিয়ে বয়ে যাওয়া শত বছরের উর্ধে বাপ দাদার আমল থেকে মাঠে চলাচল করার একটি কাচা পুরাতন রাস্তা কেটে গর্তে রুপান্তিত করেছে মাফিয়া নামের এক মহিলা ও তার স্বামী সিরাজ ।
জানা গেছে উপজেলার ফতেপুর ইউপির খাঁ পুরন্দরপুর গ্রামের ফরিদপুর পাড়ার মৃত শহিদুল এর জামাই সিরাজ ও সিরাজের স্ত্রী মাফিয়া নামের এক মহিলা রাস্তাটি নিজের পৈত্রিক জমি দাবী করে সমাধানের জন্য গত ২১ সেপ্ট¤॥^র মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল ইসলাম রনি এর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল ইসলাম রনি অভিযোগটি আমলে নিয়ে উপজেলার ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর উপর তদন্তের জন্য নির্শেদ প্রদান করেন । চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ স্বরজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আগেই মাফিয়া পেশী শক্তির বলে গত ১১ অক্টবর সকালে লেবার দিয়ে রাস্তার মাটি কেটে গর্তে রুপান্তিত করে তাহার দখলে নেবার পায়তারা করেছে । মাফিয়া নামের ঐ মহিলা জানান পুরন্দরপুর ১৪৪ নং মৌজার ১৩৬ খতিয়ানের ১১৩৫ নং সাবেক দাগের ৫২ শতক জমির উপর দিয়ে মাঠে চলাচলের জন্য শত বছরের উর্ধে মানুষ ও ভারী যান চলাচল করে আসছে । যাহা আমার বাবার বাস্ত ভিটা,কিন্তু রাস্তাটি ম্যাপে রয়েছে জমির শেষ সিমানা দিয়ে । আমার পৈত্রিক বাস্ত ভিটার উপর দিয়ে যাওয়া রাস্তাটির সমাধানের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট অনেক বার গিয়েছি তাতে কোন ফলাফল না পাওয়ায় গত ২১ সেপ্ট¤॥^র মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর চেয়ারম্যান সিরাজুল ইসলামের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করি । এবিষয়ে চেয়ারম্যান সিরাজুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি রাস্তা তৈরী করতে পারি কিন্তু তুলে দিতে পারি না,সমস্যা থাকলে তার সমাধান রয়েছে । মাফিয়া নামের ঐ মহিলা আমার কাছে কখনোই আসেনি । তিনি ইউওনো মহদয় বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করায় ইউএনও মহদয় আমার উপর তদন্তের প্রতিবেদন চেয়েছেন । আমি ইউএনও মহদয়ের নির্দেশনায় স্বরজমিন গিয়েছি এবং দেখেছি সময় মত প্রতিবেদন দাখিল করবো । সমস্য সমাধান না হওয়া পর্যন্ত চলমান রাস্তাটি যেখানে রয়েছে সেখানেই থাকবে । স্বরজমিন গিয়ে দেখা যায় পুরন্দরপুর গ্রামের সিরাজুলের স্ত্রী মাফিয়া নামের ঐ মহিলা তাহার বাড়ির আঙ্গিনার চলমান রাস্তাটি লেবার দিয়ে অর্ধেক পরিমান কেটে পাশেই মাটি ভরাট করেছে । রাস্তায় মানুষ চলাচল করতে পারলেও ভারী কোন যান বাহন চলাচল করতে পারছে না । ঐ স্থানে গর্ত কাটায় গ্রামের মানুষ বিপাকে পড়ে মাঠে চলাচল করছে । বিষয়টি নিয়ে গ্রামে পক্ষ বিপক্ষের সৃষ্টি হয়েছে এবং উভয় পক্ষের মাঝে উক্তেজনা বিরাজ করছে,যে কোন মহুর্তে একটি রক্তক্ষয়ির সংঘর্ষ ও ঘটতে পারে । এব্যপারে প্রশাসন সহ সংশ্লিষ্ঠ কতৃ পক্ষের দৃষ্টি আকর্ষন করে আশু হস্তক্ষেপ কামনা করছে গ্রামবাসী ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ