‘সবে মাত্র ৩বছর’

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৭

‘সবে মাত্র ৩বছর’

ঝিনাইদহ সংবাদ ডেস্ক – হরিণাকুন্ডুর তাহেরহুদা গ্রাম থেকে খলিশাকুন্ডু গ্রামে যেতে চোখে পড়বে জিকের (পানি উন্নয়ন বোর্ড) একটি প্রধান সেচ খাল। দেখতে ছোটখাট নদীর মতো। গত তিন বছর আগে সেতুটি ভেঙ্গে গেছে। উপরের পাটাতন ও সাইড দেখলেই বোঝা যাবে কতটা ঝুকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ। এলাকাবাসি বলছেন তিন বছর আগে যানবাহন ও মানুষ পারাপারে নিষিদ্ধ করে সাইনবোর্ড লাগিয়ে দায় থেকে বেচেছেন পানি উন্নয়নবোর্ড। তারপরও মানুষ এই সেতু দিয়েই পার হচ্ছেন। কারণ তাদের চলাচলের আর কোন রাস্তা নেই। বিকল্প রাস্তা দিয়ে ঘুরতে হলে দিন পার হয়ে যাবে। তাই বড় ধরণের বিপদ আর জীবন হানীর আগেই সেতুটি ভেঙ্গে নুতন করে নির্মান করা হবে বলে এলাকাবাসি আশা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ