হরিণাকু-ুতে মায়ানমারে রোহিঙ্গাদের উপরে গণহত্যার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৭

হরিণাকু-ুতে মায়ানমারে রোহিঙ্গাদের উপরে গণহত্যার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

 

এম.সাইফুজ্জামান তাজু ঃ

মায়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা ও বর্বর নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন পালন করেছে উপজেলা মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা দোয়েল চত্বর মোড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করে।

মানব বন্ধন শেষে উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মসলেম উদ্দীনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঝিনাইদহ জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এড. খোদা বখ্শ, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, সাংবাদিক মাহবুব মুরশেদ শাহীন, মানবাধিকার কমিশন হরিণাকু-ু শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব রশিদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মঈনুদ্দীন আহাম্মেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাধুখাঁ সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি বক্তব্য রাখেন। বক্তারা মায়ানমারের সরকার ও সেনা বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর গণহত্যা ও বর্বর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এছাড়াও বক্তারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা ও রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার কুটনৈতিক তৎপরতা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ