ঝিনাইদহ শহরের পাশ দিয়ে পদ্মা সেতুর সাথে রেল লাইন স্থাপনের জন্য মানববন্ধন

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৭

ঝিনাইদহ শহরের পাশ দিয়ে পদ্মা সেতুর সাথে রেল লাইন স্থাপনের জন্য মানববন্ধন

 

ঝিনাইদহ সংবাদ ডেস্ক – ঝিনাইদহ জেলা শহর হয়ে পদ্মা সেতুর সাথে রেল লাইন সংযোগ স্থাপনের দাবিতে স্থানীয় ডাকবাংলা বাজার ও বৈডাঙ্গা নামক স্থানে পৃথক দুটি মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ দুপুর ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ কর্মসুচি পালিত হয়। ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ এবং ডাকবাংলা উচ্চ বিদ্যালয় ও বৈডাঙ্গা উচ্চ বিদ্যালয় এ কর্মসুচির আয়োজন করে। কর্মসুচিতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু ও এম সাইফুল মাবুদ, সাবেক সাধারন সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, উপাধ্যক্ষ বিবেক আনন্দ তরফদার ছাড়াও সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।


বক্তারা বলেন, বাংলাদেশের অন্যতম যোগাযোগ মাধ্যমে রেল। ঝিনাইদহ শহরের পাশ দিয়ে পদ্মা সেতুর সাথে রেল যোগাযোগ স্থাপন হলে অত্রাঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগ সহজসাধ্য হবে। তাই ঝিনাইদহের মানুষ এ রেল লাইন স্থাপনের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। বক্তারা অনতিবিলম্বে এ দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ