কিয়ামত নিকটবর্তীর কিছু আলামত

প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৭

কিয়ামত নিকটবর্তীর কিছু আলামত

যখন- কিয়ামত নিকটবর্তি হবে তখন-যে সমস্ত আলামত আসবে তার কিছু উপস্থাপন করা হলো, যেমন:-
১। মানুষ ব্যাপকহারে ধর্ম বিমুখ হবে।

২। বিভিন্ন রকম পার্থীব আনন্দ, রং তামাশায় মানুষ লিপ্ত থাকবে।


৩। নাচ-গানে মগ্ন হবে।


৪। মসজিদে বসে দুনিয়াদারীর আলাপ-আলোচনায় মত্ত থাকবে।


৫। সমাজ ও রাষ্ট্রে অযোগ্য লোক ও মহিলাদের নেতৃত্ব শুরু হবে।


৬। মানুষের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, স্নেহ ভালবাসা কমে যাবে।


৭। ঘন ঘন ভূমিকম্প হতে থাকবে।


৮। প্রকৃতিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিবে।


৯। অধিক শিলা-বৃষ্টি বর্ষণ হবে।


১০। বৃষ্টির সাথে বড় বড় পাথরও বর্ষিত হবে।


১১। পুরুষ স্ত্রীলোকের ন্যায় এবং স্ত্রীলোক পুরুষের ন্যায় রূপ ধারন করবে।

 


কিয়ামত যখন- অতি-নিকটবর্তী হবে,
তখন-★ ইমাম মাহদীর আগমন, ★দাজ্জালের আর্বিভাব, ★হযরত ঈসা (আঃ) এর অবতরণ, ★ইয়াজুজ-মাজুজের উৎপাত, ★পশ্চিম দিকে সূর্য উদয়, ★কুরআন (অহীর এলম) উঠিয়ে নেয়া, ★তাওবার দরজা বন্ধ, ★দুনিয়া থেকে ইমানদারের বিলুপ্তি ইত্যাদি বিষয় সমূহ পরিলক্ষীত হবে।
বর্তমানে- শুধুমাত্র এই তারকা চিহ্নিত আলামত সমূহ ছাড়া বাকি বিষয়গুলো চলমান। সুতরাং কিয়ামত ঘটার আর বেশী দেরি নেই।

 


সতর্কবাণী-
এখনো তওবার সময় আছে, আসুন সকল গুনাহর কাজ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির পথে চলার পাকা নিয়ত করি।
তওবার দরজা বন্ধ হয়ে গেলে আফসোস করেও কোনো লাভ হবেনা।

 


সুতরাং- এখনি আল্লাহর নিকট তওবা করি এবং জীবনে যত পাপ হয়েছে তা’ আল্লাহর নিকট ক্ষমা চেয়ে সকল পাপের কাজ বর্জন করে আল্লাহর যাবতীয় আদেশ-নিষেধ মানার চেষ্টা করতে থাকি এবং দোয়া করি-
হে-আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন এবং মৃত্যুর সময় যেন- ঈমান-আমলসহ আপনার সন্তুষ্টি নিয়ে মরতে পারি, তার- তৌফিক দান করুন। আমিন-
এমন বিষয় শেয়ার করা ঈমানী কর্ম-