মহেশপুরে আগুনে ঝলসে যাওয়া শিশুকে চিকিৎসা দিতে পারছে না দরিদ্র পরিবার

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাষানপোতা গ্রামে আগুনে ঝলসে যাওয়া প্রতিবন্ধী শিশু ফয়সালকে নিয়ে মহা বিপাকে পড়েছে দরিদ্র পরিবারটি। টাকার অভাবে দিনমজুর পিতা পারছে না তার চিকিৎসা করাতে।

শিশুটির কান্নায় গ্রামের আকাশ-বাতাস ভারি হয়ে আছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভাষানপোতা গ্রামের সাইদুল ইসলাম ও মরিয়ম খাতুনের ছেলে ফয়সাল ইসলাম(৯) জন্ম থেকেই প্রতিবন্ধী শিশু। গত ১৭ই ফেব্রুয়ারী দুপুরে হঠাৎ তাদের খড়ের ঘরে আগুন ধরে যায়। শিশুটি ঐ ঘরেই ছিল। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করতেই তার শরীরের অধিকাংশ পুড়ে ঝলসে যায়। দরিদ্র পরিবারটি টাকার অভাবে কবিরাজের পড়া তেল আর গাছ-গাছড়ার ঔষধ দিয়ে তার চিকিৎসা করাচ্ছে।

ফয়সালের মা মরিয়ম খাতুন জানায়, ডাক্তাররা জানিয়েছে ফয়সালের চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু তাদের পক্ষে চিকিৎসার খরচ যোগাড় করা সম্ভব নয়। তিনি দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ