হরিণাকুন্ডুতে তিনদিনব্যাপী লালন সরণ উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

এম সাইফুজ্জামান তাজু :
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের শত শত সাধকের প্রাণচ্ছল উপস্থিতিতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মরমী সাধক লালন শাহ্রে পূণ্য ভুমি হরিশপুর গ্রামে তিনদিনব্যাপী লালন স্বরণ উৎসব ২০১৯ শুরু হয়েছে।

মঙ্গলবার সন্ধায় লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত স্বরণ উৎসবের শুভ উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ আনোয়ার হোসেন। ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে স্বরণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মডেল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাফর সাদিক ও হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হরিণাকুন্ডু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, বিশিষ্ট লালন গবেষক এ্যাড: নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা, নাজমুল হুদা পলাশ, মোহাম্মদ আলী, পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন ও শুভঙ্কর বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ