ঝিনাইদহে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

ঝিনাইদহে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:

ঝিনাইদহে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

জেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ সকালে সরকারী কেসি কলেজে প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

এসময় ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস সহ নির্বাচন কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা উপস্থিত ছিলেন।

দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনের দিন স্বুষ্ঠভাবে দায়িত্ব পালন সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আর প্রশিক্ষনে অংশ নিচ্ছে ১৪৫ জন প্রিজাইডিং অফিসার, ৬৫২ জন সহকারী প্রিজাইডং অফিসার, ১৩০৪ জন পোলিং অফিসার।আগামী কাল শেষ হবে দুদিনের এই প্রশিক্ষণ কার্যক্রম।

এ সংক্রান্ত আরও সংবাদ