ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তজার্তিক মাতৃভাষা দিবস

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তজার্তিক মাতৃভাষা দিবস

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসুচির মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। খালি পায়ে হাজারো মানুষের সুনশান নিরবতা ভেঙ্গে রাত ১২ টা ১ মিনিটে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন শুরু হয়।
প্রথম প্রহরে শহীদ বেদীতে প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।
এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পন করেন। এসময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর একুশের চেতনা বাস্তবায়নের শপথ নেন সব শ্রেণী পেশার মানুষ।
এছাড়াও জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরী, দিনব্যাপী মিলাদ মাহফিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলারসহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ