দুবাইতে নির্মিত হচ্ছে ‘হলি কুরআন পার্ক’

প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৭

দুবাইতে নির্মিত হচ্ছে ‘হলি কুরআন পার্ক’

কুরআন আল্লাহর কিতাব। এ কিতাবে বর্ণিত বিধানের বাস্তবায়নেই মিলবে বিশ্বমানবতার মুক্তি। সে আলোকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষের মুক্তির লক্ষ্যে যে মিশন চালু করেগেছেন, তা আজও অব্যাহত।

সে ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এর আল-খাওয়ানিজ অঞ্চলে ৬৪ হেক্টর জমির ওপর নির্মিত হচ্ছে কুরআনিক গার্ডেন ‘হলি কুরআন পার্ক’। যা কুরআনুল কারিমের বর্ণনার আলোকে নির্মিত হচ্ছে। এ মাসেই হলি কুরআন পার্কের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এ কুরআনকে অধ্যয়ন করেই মানুষ উপহার দিয়েছে বিজ্ঞানের নানা আবিষ্কার। কিছু দিন আগে প্রাকৃতিক আবহে তুরস্কের ‘হামিদ কেমি মসজিদ’ টি নির্মিত হয়েছে।

আর গত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নির্মাণাধীন রয়েছে কুরআনিক গার্ডেন ‘হলি কুরআন পার্ক’ প্রকল্পটি।

কুরআনিক গার্ডেন ‘হলি কুরআন পার্ক’-এর এক প্রান্তে পবিত্র কুরআনে উল্লিখিত উদ্ভিদসমূহও লাগানো হয়েছে। এ সব উদ্ভিদসমূহের এমন অনেক উদ্ভিদ রয়েছে, যা দ্বারা ভেষজ চিকিৎসা করা যায়।

এ গার্ডেনে থাকবে একটি গুহা এবং একটি কাঁচের ঘর। কুরআনের অলৌকিক চিহ্নগুলোর আলোকে গুহার মধ্যে কুরআনের উল্লেখিত বিষয়গুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হবে। আর কাচের ঘরে বিভিন্ন উদ্ভিদ পরিদর্শন এবং বিক্রয়ের জন্য নির্মাণ করা হবে।

এ পার্কে আরো যা থাকবে তাহলো- একটি ইসলামিক বাগান, বৃহৎ গ্রিনহাউজ, মরুভূমির বাগান এবং দক্ষিণ স্পেনের বাগানগুলির শৈলীতে নির্মিত হবে আন্দালুসিয়ান বাগান।

তাছাড়া ডুমুর, ডাল, জলপাই, ভুট্টা, লেক, রসুন, পেঁয়াজ, মশলা, বার্লি, গম, আদা, কুমড়া, তরমুজ, আম, সিলার, আংগুরক্ষেত, কলা, কাছিড় এবং তুঁত ইত্যাদি পরিকল্পনা মাফিক সাজানো থাকবে।

পবিত্র কুরআনে বর্ণিত ৫৪ প্রজাতির মধ্যে ৩৫টি পার্কের অভ্যন্তরে প্রদর্শিত হবে এবং অবশিষ্ট ১৫টি গ্রিন হাউজে প্রদশিৃত হবে এবং আরো ২০টি প্রজাতি পার্কের বাইরের প্রদর্শিত হবে।

পার্কে একটি টানেল থাকবে যা অলৌকিক ঘটনার অডিওসহ চিত্র তুরে ধরবে। পর্যাপ্ত খোলা জায়গা এবং পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

দুবাই-এর আল-খাওয়ানিজ অঞ্চলে ৬৪টি হেক্টর জমির ওপরে নির্মিত এ বিশাল কুরআনিক বাগান ‘হলি কুরআন পার্ক’টি কবে নাগাদ উদ্বোধন করা হবে, এ তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

প্রকল্পটি নির্মাণে দুবাই মুদ্রায় ২৭ মিলিয়ন অর্থ ব্যয় হবে।

vulkan vegas, vulkan casino, vulkan vegas casino, vulkan vegas login, vulkan vegas deutschland, vulkan vegas bonus code, vulkan vegas promo code, vulkan vegas österreich, vulkan vegas erfahrung, vulkan vegas bonus code 50 freispiele, 1win, 1 win, 1win az, 1win giriş, 1win aviator, 1 win az, 1win azerbaycan, 1win yukle, pin up, pinup, pin up casino, pin-up, pinup az, pin-up casino giriş, pin-up casino, pin-up kazino, pin up azerbaycan, pin up az, mostbet, mostbet uz, mostbet skachat, mostbet apk, mostbet uz kirish, mostbet online, mostbet casino, mostbet o'ynash, mostbet uz online, most bet, mostbet, mostbet az, mostbet giriş, mostbet yukle, mostbet indir, mostbet aviator, mostbet casino, mostbet azerbaycan, mostbet yükle, mostbet qeydiyyat