৬০ বছর পর ১৯৫৯ সালের ম্যাট্রিক পরিক্ষার্থীদের পূনর্মিলনী

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

৬০ বছর পর ১৯৫৯ সালের ম্যাট্রিক পরিক্ষার্থীদের পূনর্মিলনী

শিপলু জামান

ঝিনাইদহের কালীগঞ্জের সবুজ বাংলা রেষ্টুরেন্টে সরকারী নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৫৯ সালের ম্যাট্রিক পরিক্ষার্থীদের এক মিলনমেলা ও মধ্যাহ্নভোজেরর আয়াজন করা হয়। গতকাল বিকালে এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা কালীগঞ্জের স্বনামধন্য চিকিৎসক মরহুম আলহাজ্ব ডাঃ এস.এম.এ করিম এর জ্যেষ্ঠপুত্র আলহাজ্ব ডাঃ রেজাউল করিম শান্তি। তিনি ১৯৭২ সাল থেকে যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। গত বেশ কিছুদিন ধরে ঢাকায় অবস্থানকালে তাঁর স্কুল বন্ধুদের সাথে যোগাযোগ করে তিনি এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। তাঁর বন্ধু বান্ধবদের অধিকাংশের বয়স ৭৫ বছরের উর্দ্ধে। ১৯৫৯ সালের পরীক্ষার্থীদের অনেকেই স্বস্ত্রীক এ অনুষ্ঠানে যোগদান করেন। এর মধ্যে ডাঃ মোহাম্মদ আলী, পাট মন্ত্রনালয়ের প্রাক্তন মহাপরিচালক হিসেবে, বাবু কালী কিংকর সাহা মোহন, মোহাম্মদ আমজাদ আলী ও বাবু অমল কুমার সেন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ডাঃ আব্দুল মান্নান চিকিৎসক, মোঃ বাবর আলী, মোঃ মোদাচ্ছের ও আব্দুল লতিফ ব্যবসায়ী হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন পর বন্ধুরা মিলিত হতে পেরে তারা আনন্দে মেতে উঠেন। স্মৃতি রোমন্থন করতে গিয়ে এসময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ভবিষ্যতে বছরগুলোতে তাঁরা এভাবে মিলিত হবার ইচ্ছা পোষন করেন।

প্রবীনদের এই অনুষ্ঠান পরিচালনা এবং সুন্দর ও প্রানবন্ত করার জন্য সহযোগীতা করেন কালীগঞ্জের প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউনিভার্সাল পোল্ট্রী হ্যাচারীজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব এম,এ কাদের এবং জনাব আলহাজ্ব ডাঃ এস এম এ এনামুল করিম পিন্টু।

 

এ সংক্রান্ত আরও সংবাদ