ঢাকা ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪
শেখ ইমন,ঝিনাইদহ: রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাসপাতালটিতে আধুনিক সুযোগ সুবিধাসহ পর্যায়ক্রমে দেওয়া হয় ৩টি অ্যাম্বুলেন্স। এরমধ্যে যান্ত্রিক ক্রটির কারণে ২টি অনেক আগেই অচল হয়ে গ্যারেজ বন্দি হয়েছে। বাকী ১টি সচল থাকলেও চালকের অভাবে অচল অবস্থায় পড়ে আছে সেটিও। ফলে দীর্ঘদীন ধরে জরুরি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার রোগীরা। এমন বেহাল দশা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলাবাসীর অভিযোগ,রোগীদের উন্নত চিকিৎসার জন্য বে-সরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে বাইরের জেলায় নিতে হয়। তাতে খরচ হয় দ্বিগুণ। অনেকদিন অতিবাহিত হলেও হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স সেবা দিতে না পাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার হাজারো মানুষ।
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় সুযোগ নিচ্ছে স্থানীয় বে-সরকারি অ্যাম্বুলেন্স চালকরা । তারা সরকারি অ্যাম্বুলেন্সের চেয়ে কয়েকগুণ বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক সময় তা-ও পাওয়া যায় না। এতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন বরকতউল্লাহ জানান,‘সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকার কারণে বিকল্প ব্যবস্থায় কয়েকগুণ বেশি টাকা ভাড়া দিয়ে উন্নত চিকিৎসার জন্য রোগীদের বাইরের হাসপাতালে নিয়ে যেতে হয়। তাই দুর্ভোগ কমাতে দ্রুত অ্যাম্বুলেন্সের চালক দেওয়ার দাবি জানান তিনি।’
ইব্রাহিম ভূইয়া নামে এক রোগীর স্বামী জানায়,কয়েকদিন আগে তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। রোগীর সমস্যা গুরুতর হওয়ায় সেখান থেকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু যাওয়ার জন্য সরকারি অ্যাম্বুলেন্সের চালক না থাকায় অতিরিক্ত ভাড়ায় বে-সরকারী অ্যাম্বুলেন্সে যেতে হয়।’
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শিশির কুমার ছানা বলেন,‘হাসপাতালে যে অ্যাম্বুলেন্সের চালক ছিলেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে শৈলকুপা হাসপাতালে বদলি করা হয়েছে। এখন চালক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো চালক পদায়ন হয়নি। তবে আশা করছি,দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালক পদায়ন হবে।’
Design and developed by zahidit.com