শশান পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করল জিথর ভবানীপুর গ্রামের মানুষ

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৮

শশান পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করল জিথর ভবানীপুর গ্রামের মানুষ

ঝিনাইদহ  প্রতিনিধিঃ

একতাই শক্তি একতাই বল। দশের লাঠি একের বোঝা । দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ এই কথা গুলি যে কতটা বাস্তব সত্য তা আরও একবার প্রমান করে দিল ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের জিথর ভবানী পুরের সাধারন মানুষ। জিথর ভবানীপুর গ্রামের উত্তর পাশ দিয়ে কুল কুল করে নিরবে বয়ে চলেছে ফটকি নদী। এই নদীর দক্ষিণ পাশে কিছু জাইগাই রয়েছে শশান। যাহা এই গ্রামের হিন্দুর ধর্মের মানুষের শবদাহ করান হয়। নদীর পাড়ের এই জাইগাটি ঘন বন জংগলে আবৃত দিনের বেলায় ওখানে যেতে ভঁয়ে গা ছম ছম করে। তাছাড়া বর্ষাকালে জাইগাটি পানির নিচে তলিয়ে যায়। এখানে নেই তেমন উচু জাইগা। এই সকল সমস্যার কথা বিবেচনা করে ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডঃ আব্দুল মালেক মিনার অনুপ্রেরনায় উৎজিবিত হয়ে স্থানীয় প্রবীণ আওয়ামীলীগের নেতা বিরেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে প্রায় ২ শত থেকে আড়াই শত মানুষ মাত্র ৪/৫ ঘণ্টা কাজ করে বন জংগল পরিষ্কার ও শশানের মুল জাইগাটি মাটি দিয়ে ভরাট করে ফেলে। দেখতে দেখতে সব পরিষ্কার। এই সময়ে কাজ করতে আসা বিষ্ণু পদ বিশ্বাস, অজয় মাঝি, সংকরপাল, অনিল বিশ্বাস, সুনীতি মণ্ডল, লাটিম কুমার বিশ্বাস সহ জানান সন্ন্যাসী তলা মোড় থেকে ফটিক নদীর ব্রিজ পযুন্ত রাস্তা কাঁচা এবং নদীর ব্রিজ থেকে শশান ঘাট পযুন্ত প্রায় ৩০০ মিটার যাওয়ার কোন রাস্তা নেই। তাই মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও মাননীয় সংসদ সদস্যের নিকট দাবী করে যে এই কাঁচা রাস্তা পাকা এবং ব্রিজ থেকে শশান ঘাট যাওয়ার রাস্তা তৈরির দাবী জানান।