মহেশপুর সীমান্ত অঞ্চলে বিজিবি কর্তৃক সাধারণ মানুষের হয়রানী বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট মন্ত্রীর সাথে বৈঠকে এ্যাডঃ চঞ্চল

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৭

মহেশপুর সীমান্ত অঞ্চলে বিজিবি কর্তৃক সাধারণ মানুষের হয়রানী বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট মন্ত্রীর সাথে বৈঠকে এ্যাডঃ চঞ্চল

শামীম খান ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমন্তবর্তী অঞ্চলে বিজিবি কর্তৃক নারী সহ সাধারণ মানুষকে হয়রাণী বন্ধের দাবি নিয়ে মাননীয় স্বরাষ্ট মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল এর সাথে বৈঠক করেছেন ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড ঃ শফিকুল আজম খান (চঞ্চল)।
গতকাল রাতে স্বরাষ্ট মন্ত্রীর নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সে সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আ,লীগের সাধারণ সম্পদক ময়জদ্দীন হামীদ,ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ আমান, স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নেপা ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম স্বপন,সেচ্ছাসেবকলীগ নেতা মনজুর রহমান প্রমুখ।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য এ্যাড ঃ শফিকুল আজম খান(চঞ্চল) বলেন,আমরা মাননীয় স্বরাষ্ট মন্ত্রীর সাথে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে বিজিবি কর্তৃক নারী সহ সাধারণ মানুষকে হয়রাণী বন্ধের দাবি নিয়ে আলোচনা করেছি। আলোচনা ফলপূত হয়েছে।