ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ শনিবার পৃথক অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৬ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গত শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামের আঃ আজিজের ছেলে হোসেন আলী (৩৫), একই উপজেলার ভায়না পাখিমারা গ্রামের আনোয়ার চৌধুরীর ছেলে মোঃ নাজমুল চৌধুরীকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, একই দিন রাত ৮টার সময় কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী মাদক স¤্রাজ্ঞী মোছাঃ চায়না খাতুন (৩৮) কে ৩৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার গান্না রোডস্থ ‘সিও’ এনজিও অফিসের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়াজানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। চায়না বেগমের নামে ৭টির অধিক মাদক মামলা রয়েছে।
Design and developed by zahidit.com