ঢাকা ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৭
নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামে পুকুরে ডুবে একই পরিবারের চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন তাদের ভাসমান মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলো মিন্টু মিয়ার মেয়ে মেঘলা (৫) ও ছেলে রাব্বানী(৩) এবং তার ভাই শিমুলের মেয়ে সন্ধ্যা (৫) ও রাত্রি (৩)। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু সন্ধ্যার বাবা শিমুল জানান, শনিবার বিকেল চারটার দিকে তাদের দুই ভায়ের চার শিশু খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় অনুসন্ধান করতে থাকে। এরপর রাত সাড়ে আটটার দিকে তাদের বাড়ির পাশের পুকুরের পানিতে চার শিশুর ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে এলাকাবাসী।
Design and developed by zahidit.com