শৈলকুপায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্ধোধন

প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৭

শৈলকুপায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্ধোধন

 

শৈলকুপা (ঝিনাইদহ):
“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন। এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে আলোচনা বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. খাঁন মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, সহকারী কমিশনার (ভূমি) এস,এম মুনিম আহমেদ লিংকন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে স্টল বনানো হয়েছে। মেলা শেষ হবে আগামী ৩ আগষ্ট বৃহস্পতিবার।

এ সংক্রান্ত আরও সংবাদ