হরিণাকু-ু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৭

হরিণাকু-ু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

 

এম.সাইফুজ্জামান তাজু ,হরিণাকু-ু—-
জেলা প্রশাসন ঝিনাইদহের আয়োজনে, জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় ডিবেটিং সোসাইটি (জেডিএস) ঝিনাইদহের উদ্যোগে রবিবার উপজেলার ঐতিহ্যবাহী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

রবিবার সকাল থেকে উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে যুক্তির শানিত ধারে ছিন্ন হোক আঁধার স্লোগানের উপর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে “দূর্নীতিই বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায়” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ পত্র তুলে দেন হরিনাকু-ু থানার ইন্সপেক্টর (তদন্ত) আসাদ উজ জামান ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজু।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলীম। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক মোস্তাক আহাম্মেদ ও অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শফিকুল ইসলাম রুবেল, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সুরেশ কর্মকার, জহুরুল হক ও লাবণী ঘোষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ