স্মৃতি ফিরেছেন ৭দিন পর

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৭

স্মৃতি ফিরেছেন ৭দিন পর
ইবি প্রতিনিধি

নিখোঁজের ৭দিন পর উদ্ধার হয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্মৃতি খাতুন। বগুড়ার সাত মাথা মোড়ের সপ্তর্ষী প্লাজার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। শনিবার ইবি থানার উপ-পরিদর্শক কমলেশ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধারের সময় স্মৃতি কাঁপছিল এবং তার শরীর ছিল খুবই দুর্বল। প্রথমিকভাবে কিছু বোঝা যাচ্ছে না। তিনি কিছুটা সুস্থ হলে জিজ্ঞাসাবাদের পর মূল বিষয় সম্পর্কে জানা যাবে। উদ্ধারের পর তাকে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

গত ৯ আগস্ট ক্যাম্পাসে এসে আর বাড়ি ফেরেননি স্মৃতি। তিনি ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু থানার মকিমপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। স্মৃতির বাবা আনোয়ার হোসেন নিখোঁজের দিনই ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

এবিষয়ে স্মৃতির পরিবারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

এ সংক্রান্ত আরও সংবাদ