বিদ্যালয়ে শ্রেনী কক্ষের অভাব

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭

বিদ্যালয়ে শ্রেনী কক্ষের অভাব

হরিনাকুন্ডু উপজেলার হিংঙ্গার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেনী কক্ষের অভাবে কোমল মতি ছাত্র,ছাত্রীরা কাশ করে ভাঙ্গা চাটার ঘরে
গিয়াস উদ্দীন সেতুঃ ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিংঙ্গার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেনী কক্ষের অভাবে কোমল মতি ছাত্র,ছাত্রীরা কাশ করে ভাঙ্গা চাটার ঘরে। শিক্ষার আলো জালাতে অজ পাড়া গায়ের দূর্গম এলাকায় ১৯৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্টা হয়। চাটার ঘর দিয়ে অল্প কিছু ছাত্র/ছাত্রী নিয়ে যাত্র শুরু করা স্কুলে,এখন ছাত্র/ছাত্রী সংখ্য ৩৫০ শ। ১৯৯২ সালে ৩টি পাকা টিনসিটের রুম করা হয় । তার পর থেকে আজ পর্যন্ত স্কুলের কোন উন্নয়ন হয়নি। কিন্তু বর্তমানে সেই সব রুমে বৃষ্টির পানিতে কাশ করা যায়না । প্রধান শিক্ষক মশিউর রহমান জানান অষ্টম শ্রেনী পর্ষন্ত চালু করা হয়েছে। আমাদের কোন ভালো রুম নেই।যে তিনটি আছে তাও আবার পানি হলে ছাত্র/ছাত্রীরা ভিজে যায়। কি ভাবে ছাত্র/ছাত্রীরা কাশ করবে? কর্তপক্ষের কাছে আবেদন করবো শিক্ষার মানসুনিশ্চত করতে খুবদ্রত নতুন শ্রেনীর কক্ষ নির্মান করা হউক।

এ সংক্রান্ত আরও সংবাদ