শৈলকুপায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭

শৈলকুপায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
শৈলকুপায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
জঙ্গি মাদক প্রতিকারে,পুলিশই জনতা,জনতাই পুলিশ”এ প্রতিপাদ্য নিয়ে শৈলকুপায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে পুলিশসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার  সহস্রাধীক লোক অংশগ্রহণ করেন।
র‌্যালিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার উদ্যানে এসে শেষ হয়। পরে ১১টায় স্বাধীনতা উদ্যানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান জনাব মোঃ শিকদার মোশারফ হোসেন।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন সভাপতিত্বে আলোচনা সভায়-বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ ওসমান গণি,প্রফেসর মোঃ আব্দুস সোবহান,পৌর মেয়র কাজী আশরাফুল আজম,১৩নং উমেদপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাব্দার হোসেন মোল্লা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সসম্পাদক মোস্তফা আরিফ রেজা মুন্নু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শামীম হোসেন মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি প্রমুখ।।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শৈলকুপা থানার তদন্ত ওসি আতিয়ার রহমান।
কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সব অপরাধ দূর করার উদ্দেশে আলোচনা সভার পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ