কাঁচেরকোলে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৭

কাঁচেরকোলে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা

শৈলকুপায় কাঁচেরকোলের উত্তর মির্জাপুুর গ্রামে অনুষ্ঠঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। লাঠি খেলাটি বৃহস্পতিবার বিকেল চার টার দিকে শুরু হয়।

গ্রাম বাংলার এই লাঠি খেলার আয়োজনে ছিলেন ৮নং ওয়ার্ডের মেম্বর মোঃ রুম্মান জোয়ার্দার, মোঃ কাদের আলী জোয়ার্দার, মোঃ পূলক উদ্দিন মিয়া, মোঃ রইচ উদ্দিন জোয়ার্দার, ও মোঃ লিখন জোয়ার্দ্দারসহ মির্জাপুরবাসী।

লাঠি খেলায় ৮-১০ টি গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করন। এদের মধ্যে রাজাপুর, রামচন্দ্রপুর, কাতলাগাড়ী, বৃত্তিপাড়া, উজানগ্রাম, দুধসর, খন্দকবাড়ীয়াসহ মির্জাপুর গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী খেলায় অংশগ্রহণ করেন। গ্রামবাংলার খেলা দেখতে দূর-দূরান্তের শত শত মানুষ  মির্জাপুর মোঃ নাজিম উদ্দিন মিয়ার বাড়ি প্রাঙ্গনে ভিড় জমায়।

স্থানীয়দের মধ্যে মোঃ পূলক উদ্দিন মিয়া বলেন, তারা ৩০-৪০ বছর ধরে লাঠি খেলা দেখে আসছেন। আগে বিভিন্ন ধরনের খেলা হতো, এখন ডিজিটাল যুগে আর সেসব খেলা দেখা যায় না।

ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে উপস্থিত হন ইউপি চেয়ারম্যান এ্যাড. সালাহ্উদ্দিন জোয়ার্দার মামুন, ইউপি সদস্য ৬নং ওয়ার্ডের মোঃ মনিরুল ইসলাম, ইউপি সদস্য ৯নং ওয়ার্ডের মোঃ মাসুদ রানা, মোহাইমিনুল জোয়ার্দার মঈনসহ আরো অনেকে।

অনেক দিন পর ফিরে পাওয়া পছন্দের ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হওয়াতে অনেক ভাল লাগছে বলে গ্রামবাসীরা আয়োজক কমিটি ও ইউপি চেয়ারম্যান এ্যাড. সালাহ্উদ্দিন জোয়ার্দার মামুন অভিনন্দন জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ