ঝিনাইদহে চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ মেম্বারের সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭

ঝিনাইদহে চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ মেম্বারের সাংবাদিক সম্মেলন

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের চেয়ারম্যান ছমির উদ্দীনের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন পরিষদের ৯ জন ইউপি সদস্য।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে মেম্বারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য আব্দুল মান্নান। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ভায়না ইউনিয়নের চেয়ারম্যান ছমির উদ্দীন মাসিক মিটিং না করে সন্ত্রাসী কায়দায় পরে সাক্ষর করিয়ে নিয়ে গোপনে প্রকল্প বাস্তবায়ন করেন।
ইউপি সদস্যদের ভাষ্যমতে, ২০১৫-১৬ অর্থ বছরে এলজিএসপির ১০ লাখ ৭০ হাজার টাকার কাজ কোন সদস্যদের না জানিয়ে আত্মসাৎ করেছেন। সরকারী ৫০টি টিউবওয়ের এক হাজার টাকা করে ঘুষ নিয়ে দরিদ্র মানুষদের দিয়েছেন। ভিজিডর ২০৩টি কার্ড মেম্বরদের ৫টি করে দিয়ে বাকিটা বিক্রি করে দিয়েছেন। কাজের বিনিময়ে খাদ্য কর্মসুচের ১৪৮টি কার্ড মেম্বরদের ৩টি করে দিয়ে বাকী কার্ড কার্ড প্রতি ২/৩ হাজার টাকা করে নিয়ে বিক্রি করে দিয়েছেন। কর্মসৃজনের টাকা ব্যাংক কর্মকর্তাদের যোগসাজসে আত্মসাৎ করেছেন। এ ক্ষেত্রে শ্রমিকদের কোন জব কার্ড দেওয়া হয়নি।
লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, মাতৃত্বকালীন ভাতার কার্ড ৩ হাজার করে বিক্রি করেছেন চেয়ারম্যান ছমির উদ্দীন। ১০ কেজি চালের ৬৪১টি কার্ডের মধ্যে মেম্বারদের দিয়েছেন মাত্র ২০টা করে। বাকী কার্ড অবস্থাশালী ব্যক্তিদের কাছে বিক্রি করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলা হয়, ৩০টি ১০ কেজি চালের কার্ড দালান বাড়ি ও সচ্ছল ব্যক্তিদের দেওয়া হয়েছে, যা তদন্ত করলেই বেরিয়ে পড়বে। এছাড়া একই পরিবারের ৫ ভাইকে ১০ কেজি চালের কার্ড দেওয়া হয়েছে। যাদের কার্ড নং ৫৫৬, ৫৬৭, ৫৫৮, ৫৫৯ ও ৫৬০।
এছাড়া হরিণাকুন্ডুর কালীশংকরপুর গ্রামে ৫৯৪ থেকে ৬৩৪ নং কার্ড প্রদানের তথ্য খাতা কলমে থাকলেও বাস্তবে নাই। এই কার্ডের চাল চেয়ারম্যান ছমির নিজেই লুটপাট করেন বলে অভিযোগ করা হয়।
এছাড়া ভুয়া প্রকল্প দেখিয়ে হাট ইজারা ও ওয়ান পার্সেন্টের টাকা লুটপাট করা হয়েছে। টিআর প্রকল্প আসলে মেম্বরদের জানানো হয় না। প্রকল্প শেষে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মেম্বরদের সাক্ষর করিয়ে নেন চেয়ারম্যান ছমির।
সাংবাদিক সম্মেলনে মোছাঃ আম্বিয়া খাতুন, জেসমিন, ফাতেমা খাতুন, তরিকুল ইসলাম, রেজাউল ইসলাম, টিটো মোল্লা, বদরুজ্জামান ও নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ