মহেশপুর সীমান্তে ১৫ জন আটক

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

মহেশপুর সীমান্তে ১৫ জন আটক

মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দালালসহ ১৫ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি।
সোমবার রাতে সীমান্তের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কানাইডাংগা গ্রামের পাকা রাস্তার ব্রীজের উপর হতে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। তাদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে আটক করা হয়। আটককৃতদের বাড়ি নড়াইল, ফেনি, খুলনা, কুষ্টিয়া ও গোপালঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক আসাদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। আসাদুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
মঙ্গলবার দুপুরে ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত পাঠানো এক মেইল বার্তায় জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ