কোটচাঁদপুরে ৪ নম্বরে নৌকা প্রতীক!

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

কোটচাঁদপুরে ৪ নম্বরে নৌকা প্রতীক!

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছে নৌকা প্রতিকের প্রার্থী।
বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকের প্রার্থী সালাহউদ্দীন বুলবুল সিডল’র সাথে হাড্ডাহাডি লড়াই করে জয় পেয়েছেন মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী সহিদুজ্জামান সেলিম।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী সহিদুজ্জামান সেলিম মোবাইল ফোন প্রতীকে ৮ হাজার ৩’শ ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল পেয়েছেন ৭ হাজার ১’শ ২৮ ভোট। আওয়ামী লীগের আরেক বিদ্রোহী সতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র জাহিদুল ইসলাম নারিকেল গাছ মার্কা প্রতিকে পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী শাহাজান আলী পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট।
৩য় ধাপে অনুষ্ঠিত এই পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ৪’শ ৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪’শ ৮৫ ও নারী ভোটার ১৪ হাজার ৮ জন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ