বিদ্রোহী প্রার্থী হওয়ায় কোটচাঁদপুরের ২ আওয়ামী লীগ নেতা বহিস্কার

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

বিদ্রোহী প্রার্থী হওয়ায় কোটচাঁদপুরের ২ আওয়ামী লীগ নেতা বহিস্কার

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
৩য় ধাপে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের বিরুদ্ধে সতন্ত্র প্রার্থী হওয়ায় ২ আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ।
রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন- কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সহিদুজ্জামান সেলিম ও আওয়ামী লীগ নেতা বর্তমান মেয়র জাহিদুল ইসলাম জিরে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সহিদুজ্জামান সেলিম মোবাইল ফোন মার্কায় ও আওয়ামী লীগ নেতা বর্তমান মেয়র জাহিদুল ইসলাম জিরে নারিকেল গাছ মার্কায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা অনুযায়ী তাদের বহিস্কার করা হয়েছে। এখন থেকে তাদের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ৩য় ধাপে কোটচাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ