ঝিনাইদহে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৭

ঝিনাইদহে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –

“এবার আওয়াজ তুলুন, স্বোচ্চার হোন” এ শে¬াগানকে সামনে রেখে ঝিনাইদহের দুদুকের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার (০৯ আগস্ট) দিনব্যাপী শহরের কমিউনিটি সেন্টারে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দুর্নিতী দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দিন আহমেদ ও দুদক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দিনভর এই গণশুনানীতে সদর উপজেলার ৬৬ জন অভিযোগকারী অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে সংশি¬ষ্ট কর্মকতারা জবাবদীহি করেন। এছাড়াও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদাণ করা হয়।
প্রধান অতিথি দুনীর্তি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, জনগণ রুখে দাড়ালে দুনীর্তিবাজরা পালানোর পথ পাবে না। দুদক দুনীর্তিবাজদের দমনে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছে।

ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের কারাদন্ড

এ সংক্রান্ত আরও সংবাদ