বিশ হাজার প্যাকেট খাবার, মাস্ক, সাবান হ্যান্ডসেনিটাইজার নিয়ে মাঠে নেমেছে “বিশ্বাস বিল্ডার্স”

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

বিশ হাজার প্যাকেট খাবার, মাস্ক, সাবান হ্যান্ডসেনিটাইজার নিয়ে মাঠে নেমেছে “বিশ্বাস বিল্ডার্স”

 

 

ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলায় দিনমজুর ও হতদরিদ্র পরিবারের জন্য ২০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী ও করোনা ভাইরাস থেকে আক্রান্ত রোধে সুরক্ষা সামগ্রী বিতারনের কাজ শুরু করেছে। গতকাল সোমবার দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে ২৫০ প্যাকেট খাদ্যসামগ্রী , সাবান ও ম্যাক্স হস্তান্তর করা মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়।

বিশ্বাস বিল্ডার্সের ব্যাবস্থানা পরিচালক নজরুল ইসলাম দুলালের পক্ষে বিশ্বাস বিল্ডার্সের পরিচালক নুর আলম বিশ্বাস এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানিয় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধিজনরা উপস্থিত ছিলেন। করোনার ভাইরাসের কারনে বেকার হয়ে পড়া পরিবারের মুখে এক মুঠো অন্ন তুলা দেওয়ার জন্য প্রতি প্যাকেটে ৪ কেজী চাইল, এক কেজি ডাল, আলু ও অন্যান্য খাদ্য সামগ্রীর সাথে একটি করে সাবার ও ম্যাক্স প্রদান করা হয়। বিল্ডার্সের ব্যাবস্থানা পরিচালক নজরুল ইসলাম দুলাল আপাতত জেলায় ২০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতারণ করা হচ্ছে বলে জানান। প্রয়োজন হলে আরো ২০/৩০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী ও অন্যান্যসামগ্রী প্রদান করতে তিনি প্রস্তুত রয়েছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ