ঝিনাইদহে ৪০০টি পূজা মন্দিরে পুরোদমে চলছে দূর্গা পূজার প্রতিমা তৈরির কাজ

প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৭

ঝিনাইদহে ৪০০টি পূজা মন্দিরে পুরোদমে চলছে দূর্গা পূজার প্রতিমা তৈরির কাজ

আহমেদ নাসিম অনসারী

ঝিনাইদহে দূর্গা পূজার প্রতিমা তৈরিতে রাত-দিন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। চলছে প্রতিমার দো-মাটির কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাই মা দুর্গার প্রতিমাকে সুন্দর করে গড়ে তুলতে দিনান্ত চেষ্টা চলছে কারিগরদের।

প্রতিমা করিগর প্রত্যুষ কুমার জানান, অধিকাংশ মন্দির গুলোতে চলছে দূর্গা প্রতিমার দো-মাটির কাজ। আর এ কাজে দিন রাত পরিশ্রম করে চলেছে কারিগররা, কেননা নির্ধারিত সময়ের মধ্যেই মন্দির কমিটির কাছে প্রতিমা বুঝিয়ে দিতে হবে। মন্দিরের প্রতিমা তৈরিতে প্রকার ভেদে ২৫ হাজার থেকে লাখ টাকার উর্ধ্বে নিচ্ছেন কারিগরা। তৈরি শেষ হওয়া মন্দিরগুলো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।

 

 

করিগর পলাশ কুমার জানান, কয়েকদিনের মধ্যেই শুরু হবে রং, তুলির কাজ। এক এক জন কারিগর ৫ থেকে ৬ টি মন্দিরের প্রতিমা তৈরি করছেন। এদিকে প্রতিমা তৈরি দেখতে ভীড় করছেন হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশুরা।

 

 

জেলা পূজা উৎযাপন পরিষদ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস জানান, এবার জেলায় ৪০০ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দূর্গা পূজার মুল আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব স্বারদীয় দূর্গা পূজা, তাইতো ঝিনাইদহে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। ইতোমধ্যেই প্রতিমা তৈরির ৭০ ভাগ কাজ শেষে হয়েছে।

 

 

ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ধর্মীয় উৎসব দূর্গা পূজাকে ঘিরে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার জানান, পূজার সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা জেলায় ৩০০০ পুলিশ ও আনসার মোতায়েন করবো।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ