ঝিনাইদহের শৈলকূপায় ভ্যানচালক আনারূল হোসেন হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৭

ঝিনাইদহের শৈলকূপায় ভ্যানচালক আনারূল হোসেন হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

ঝিনাইদহের শৈলকূপায় ভ্যানচালক আনারুল হোসেন হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সানা মোহাম্মদ মাহরুফ হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাতে শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামের আনারুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের মশিয়ার রহমান ও তার বন্ধু শামীম হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিল আনারুল।

 

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর তার পিতা তোফাজ্জেল হোসেন বাদী হয়ে মশিয়ার ও শামীমকে আসামি করে শৈলকুপা থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিবার বিকেলে আদালত অভিযুক্ত মশিয়ার রহমান ও শামীম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সেই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ