ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

ঝিনাইদহ সংবাদ ডেস্ক :

ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে আজ সকাল সাড়ে ৭ টার দিকে দলের জেলা কার্যালয় চত্তর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরনা একাত্তর চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিনিয়র নেতা এ্যাড. ইসমাইল হোসেন, আনিছুর রহমান খোকা, তৈয়ব আলী জোয়ারদার, মাসুদ আহমেদ সনজু, সরোয়ার জাহান বাদশা, অশোক ধর, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারন সম্পাদক আওয়াল হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবনী তুলে ধরেন।

এর আগে সকাল ৭ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ