ক্যাডার ভিত্তিক রাজনীতি পরিহার করুন- ঝিনাইদহে জাকের পার্টি চেয়ারম্যান

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

ক্যাডার ভিত্তিক রাজনীতি পরিহার করুন- ঝিনাইদহে জাকের পার্টি চেয়ারম্যান

ঝিনাইদহ সংবাদ ডেস্ক :

সকলের কাছে অনুরোধ ক্যাডার ভিত্তিক রাজনীতি পরিহার করে জনগণকে বুকে টেনে নিন। কেননা জনগন সাথে থাকলে এসবের প্রয়োজন হয় না।

এত অর্থ বা এত কালো টাকার ব্যবহার প্রয়োজন হয়না, পেশি শক্তির প্রয়োজন হয় না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল।
আজ সকালে ঝিনাইদহ শহরে এইচ এস এস সড়কের ফুড সাফারী রেস্টুরেন্টে নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় জাকের পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মুরাদ হোসেন, যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান, ঝিনাইদহ-২ আসনে মনোনীত প্রার্থী আবু তালেব সেলিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির দেওয়া ৯০ টি আসনের মধ্যে ৩০ টি আসনে তীব্র প্রতিদ্বন্ধিতা হবে এবং বাকি আসনগুলোতেও জোর প্রচারনা চলছে

এ সংক্রান্ত আরও সংবাদ