বিশিষ্ট নাগরিক-ব্যবসায়ী-শিক্ষক-শিক্ষীকাদের সাথে মতবিনিময় ও আলোচনা

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৭

বিশিষ্ট নাগরিক-ব্যবসায়ী-শিক্ষক-শিক্ষীকাদের সাথে মতবিনিময় ও আলোচনা

হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ  ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান এবং জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস হরিণাকুণ্ডুতে কর্মব্যস্ত সময় অতিবাহিত করেন। বেলা তিনটায় উপজেলার নারায়নকান্দি পুলিশ ক্যাম্পের নির্মানাধীন সীমানা প্রাচীরের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ কেএম শওকত হোসেন, তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মুন্জুরুল আলম, নারায়নকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ বিশ্বাস, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে স্থানীয় দুটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপার মিজানুর রহমান এবং জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস এক মতবিনিময় সভায় মিলিত হয়। পরর্বীতে অতিথিবৃন্দ পার্শ্ববর্তী ভবানীপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। এখানে ভবানীপুর বাজারের ব্যবসায়ী মহলসহ এখানকান বিশিষ্ট নাগরিকদের সাথেও মতবিনিময় করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ