হরিণাকু-ুতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৭

হরিণাকু-ুতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করলেন জেলা প্রশাসক

 

 

এম.সাইফুজ্জামান তাজু ঃ

ঝিনাইদহের হরিণাকু-ুতে এডিপির অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। তিনি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৯১ জন দরিদ্র ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করেন। এর মধ্যে ৬৬ জন ছাত্র-ছাত্রী স্কুল ব্যাগ ও ২৫ জন ছাত্র-ছাত্রীকে স্কুল ড্রেস প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার আরশেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) দিলারা রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।  ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত ও কোমলমতি দরিদ্র এসব মেধাবী ছাত্র ছাত্রীদের পড়া লেখার প্রতি উৎসাহ সৃষ্টি করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সর্বত্রই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ জাতীয় কার্যক্রম গ্রহণ করা হবে ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ