সাবেক এমপি ওহাবের নামে দুর্নীতির মামলা চলবে

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৭

সাবেক এমপি ওহাবের নামে দুর্নীতির মামলা চলবে

ঝিনাইদহ-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আবদুল ওহাবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বিচারিক আদালতে চলবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সম্প্রতি এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। আবদুল ওহাবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার এম আমিনুল হক।

আদেশের পর খুরশিদ আলম খান পূর্বপশ্চিমকে বলেন, সাবেক সংসদ সদস্য আবদুল ওহাবের বিরুদ্ধে দুর্নীতির মামলায় হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন। ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে আর কোনো বাধা নেই।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৩ এপ্রিল আবদুল ওহাবের বিরুদ্ধে ৪৫ লাখ ৯৭ হাজার ৮১০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত এবং ৮৯ লাখ ৯২ হাজার ৬৭৭ টাকার সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ঝিনাইদহ সদর থানায় মামলা করে দুদক। পরে ওহাবের করা এক আবেদনে ওই মামলাটি বাতিলের রায় দেন হাইকোর্ট।

এরপর দুদকের করা আবেদনে সোমবার হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। বর্তমানে মামলাটি যশোরের আদালতে বিচারাধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ