শৈলকুপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ইজিবাইক চালকের উপর হামলা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৭

শৈলকুপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ইজিবাইক চালকের উপর হামলা

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ থেকে:
ঝিনাইদহের শৈলকুপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে আলাউদ্দিন (২৪) নামে এক ইজিবাইক চালক হামলার স্বীকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৬টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বড়িয়া গ্রামে। আলামিন বড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়.গত ১০দিন আগে ফুটবল খেলতে বড়িয়া গ্রাম থেকে একদল যুবক একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে যায়। সেসময় খেলাকে কেন্দ্র করে গোবিন্দুপুর এলাকার লোকজন বড়িয়া গ্রামের কয়েকজন যুবকে মারধর করে। পরে গোবিন্দপুর এলাকার একজন বড়িয়ায় আসলে তাকে বড়ায়া গ্রামের লোক মারধর করে। এরই জের ধরে ইজিবাইক চালক নিরহ আলামিন লাঙ্গলবাধ থেকে ভাড়া নিয়ে আসার পথে ডাউটিয়া গ্রামে পৌছালে গ্রামের হাবিল মিয়া,রাজু ও মিলনের নের্তৃত্বে ১৫/২০ জন তার উপর হামলা করে।

এসময় আলামিনকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এছাড়া তার কাছে থাকা ২টা মোবাইল ও নগত টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়ার তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় গ্রাম দুটিতে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় দু‍‍‍‍‍‍‌‌‌‍‌‌‌ই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ