মোবারকগঞ্জসহ দেশের ১০ টি চিনিকলের সিবিএ নির্বাচন ও সভা সমাবেশ স্থগিত

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

 

নয়ন খন্দকার , কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত দক্ষিণবঙ্গের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলসহ চিনিশিল্পের আওতাধীন দেশের সকল মিলের শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ সকল প্রকার সভা-সমাবেশ স্থগিত করা হয়েছে। গত ২০ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে গত সোমবার ১০টি চিনিকলের শ্রমিক নেতৃবৃন্দ বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ঢাকাস্থ হেড অফিসে মিটিং করেছে। তারা নির্বাচন করা বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শ্রম প্রতিমন্ত্রি ও শ্রম অধিদপ্তরের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে।
চিনিকল সূত্রে জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের মহা পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সকল চিনিকলের শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও সভা সমাবেশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে দেশের সকল মিলে ২০১৮-১৯ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম চলছে। এর মধ্যে চিনিকল শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন করা হলে মিলের মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে পারে। মিলের স্বার্থে চিনি উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। তাই সকল চিনিকল সমূহে আখ মাড়াই চলাকালীন সময়ে রেজিষ্ট্রার্ডকৃত ট্রেড ইউনিয়ন গুলোর নির্বাচন সাময়িক স্থগিত রাখতে হবে। এ প্রেক্ষিতেই শ্রম অধিদপ্তর থেকে সকল মিলে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সকল প্রকার সভা-সমাবেশ আয়োজনে বিরত থেকে মিলের স্ব-স্ব দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে।
প্রসঙ্গতঃ প্রতি বছর মিলের মাড়াই মৌসুম চলাকালীন সময়ে সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। সে হিসাবে এবার চলতি ২০১৮-১৯ উৎপাদন মৌসুমে দেশের ১৪টি চিনিকলের মধ্যে ১২টি চিনিকলের সিবিএ নির্বাচন অনুষ্ঠানের কথা। মিলের মৌসুমী শ্রমিক কর্মচারীরা প্রতি বছর মাড়াই মৌসুম চলাকালীন সময়ে যোগদান করে কর্মরত থাকে। এ কারণে শ্রমিক ইউনিয়ন গুলোর সংবিধান অনুযায়ী উৎপাদন মৌসুম শুরু হলেই নির্বাচন হয়ে থাকে। কিন্তু এবছর উৎপাদন মৌসুমে শ্রম মন্ত্রণালয় কর্তৃক নির্বাচন ও সভা-সমাবেশ স্থগিত করায় চিনিকল গুলোর সিবিএ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে।
এ বিষয়ে মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানান, শ্রম মন্ত্রণালয় থেকে নির্বাচন সাময়িক বন্ধ রাখার একটি নির্দেশনা তারা পেয়েছেন। এ বিষয় নিয়ে গত সোমবার ১০টি চিনিকলের শ্রমিক নেতৃবৃন্দ বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ঢাকাস্থ হেড অফিসে মিটিং করেছে। মিটিংয়ে নির্বাচন করা প্রসঙ্গে তাদের সিদ্ধান্তগুলি নিয়ে শ্রম প্রতিমন্ত্রি ও শ্রম অধিদপ্তরের সাথে বৈঠক শেষেই পরবর্তী কর্মসূচি দেবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

vulkan vegas, vulkan casino, vulkan vegas casino, vulkan vegas login, vulkan vegas deutschland, vulkan vegas bonus code, vulkan vegas promo code, vulkan vegas österreich, vulkan vegas erfahrung, vulkan vegas bonus code 50 freispiele, 1win, 1 win, 1win az, 1win giriş, 1win aviator, 1 win az, 1win azerbaycan, 1win yukle, pin up, pinup, pin up casino, pin-up, pinup az, pin-up casino giriş, pin-up casino, pin-up kazino, pin up azerbaycan, pin up az, mostbet, mostbet uz, mostbet skachat, mostbet apk, mostbet uz kirish, mostbet online, mostbet casino, mostbet o'ynash, mostbet uz online, most bet, mostbet, mostbet az, mostbet giriş, mostbet yukle, mostbet indir, mostbet aviator, mostbet casino, mostbet azerbaycan, mostbet yükle, mostbet qeydiyyat