ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮
গত ১ মাসের ব্যবধানে কোটচাঁদপুর পৌর এলাকায় একটি হত্যা, দু’ডজনের মত চুরি, ডাকাতিসহ নানা অপরাধের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। পৌর এলাকায় চুরি, ডাকাতির ঘটনা ক্রমেই বাড়ছে বলে এলাকাবাসী অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তায় সাধারণ মানুষ নিজেদের জানমাল রক্ষায় রাত জেগে পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছেন।
শহরবাসির নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য একজন ইন্সপেক্টর, একজন এস,আই, ও একজন এ,এস,আই সহ প্রায় ২০ জন পুলিশের জনবল নিয়ে রয়েছে একটি টাউন পুলিশ ফাঁড়ি। তারা নামমাত্র টহলের নামে ঘোরাফেরা করেই ফিরছে ফাঁড়িতে। শহর বাসির অভিযোগ পুলিশ রাতে শহরের বিশেষ বিশেষ মুল সড়কে টহল দিলেও জনবসতিপূর্ণ ওলিগলি এলাকায় টহল দিচ্ছে না তারা। এতে করে শহরের চুরি, ডাকাতি সহ নানা রকম অপরাধ প্রবনতা দিন দিন বেড়েই চলেছে। বিষয়টি নিয়ে ফাঁড়ি পুলিশের সাথে কথা এলাকাবাসী কথা বললেও তাদের জনবল সংকট ও নিজস্ব পরিবহন না থাকার অজুহাত দেখান।
গত ১ মাসে পৌর এলাকায় দু’ডজনেরও বেশি চুরি, ডাকাতির ঘটনা ঘটলেও এতে নেই কোন তাদের নজরদারি। এ ব্যাপারে টাউন পুলিশ ফাঁড়ির দায়িত্ত্বে থাকা ইন্সস্পেক্টর গোলাম মাওলার সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। ফাঁড়ির এস.আই আলী আকবর বলছেন, ফোর্স সীমিত থাকার কারণে সন্ধ্যা থেকে ভোর ৫ টা পর্যন্ত শহরে একটি টহল টিম থাকে। বলুহর স্ট্যান্ডেও রাত ১০ টা পর্যন্ত পাবলিক পাহারার ব্যবস্থা রয়েছে। এস,আই আলী আকবর বলেন চোর ও ডাকাতের ওয়ারেন্ট থানায় আসার কারণে আমরা কাউকে গ্রেপ্তার করতে পারছি না।
Design and developed by zahidit.com