ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮
সুমন মালাকার, কোটচাঁদপুরঃ-
কোটচাঁদপুরের এক ইট ভাটায় চারটি ত্রুটি থাকায় মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন জেলার নিবার্হী ম্যাজিস্টেট। এ সময় ভাটার চিপনি ও কাঁচা ইট নষ্ট করেন তারা।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে ঝিনাইদহ জেলার নিবার্হী ম্যাজিস্টেট সোহেল সুলতান জুলকার নাইম কবির স্থানীয় সাবদারপুরের মকছেদ মোড়ের রিপন ব্রীকসে মোবাইল কোট পরিচালনা করেন। ওই ব্রিকসে লাইসেন্স না থাকা, ব্যারেল চিপনি ব্যবহার করা, কাঠ পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন। এ সময় ভাটার কিছু কাঁচা ইট ও দুইটি চিপনি নষ্ট করেন। অভিযান চলার সময় উপস্থিত ছিলেন যশোর জেলার পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট্রি মিজানুর রহমান।
এ ছাড়া অভিযান চলার সময় ছিলেন কোটচাঁদপুর থানা পুলিশ ও ফায়ার স্টেশনের সদস্যরা। এ সময় ভাটার মালিক ও ম্যানেজার পালিয়ে যায়। তবে রেহাই পায়নি জরিমানার হাত থেকে। প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে ছুটে আসেন ইউপি সদস্য জালাল উদ্দিন ও বাজার বনিক সমিতির সভাপতি আয়েস উদ্দিন।
অপর দিকে আর এক মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নিবার্হী ম্যাজিস্টেট ও কোটচাঁদপর উপজেলা নিবার্হী অফিসার নাজনীন সুলতানা। ভোক্তা অধিকার আইনে সাবদারপুর বাজারের তিন দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার মধ্যে রয়েছে বিশ্বাস ফার্মেসী, সাইদ হোটেল, আনন্দের হোটেল। এই তিন দোকান থেকে ১০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
Design and developed by zahidit.com