ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮
বিষ পান করে কোটচাঁদপুরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার ভাইয়ের দাবি মেরে ফেলা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। মৃতের ভাই মতিয়ার রহমান জানান, বিয়ের পর থেকে আমার বোন এক দিনও সুখী হয়নি। বিভিন্ন অজুহাতে আমার বোনায়ের ভাই আসাদ, রাকিবসহ বোনায়ও তাকে মারধর করত। সংসার জীবনে আমার বোন তিন ছেলে মেয়ের মা। তার মধ্যে একজন মারা গেছে। বাকি এক ছেলে এক মেয়ে রয়েছে। আমি একটা ভাটাই কাজ করি। বুধবার রাতে খবর পেলাম বোন বিষ খেয়েছে। ছুটে এসে দেখি ওয়াস চলছে। আমার বোন বিষ খেতে পারে না। তারা আমার বোনকে মেরে মুখে বিষ ঢেলে দিয়েছে। এর সুষ্ঠু বিচার চাই আমি। এ ব্যাপারে কথা হয় স্বাস্থ্য কমপ্লক্সের ডাক্তার নাজমুস সাকিবের সঙ্গে তিনি বলেন, রোগী যখন এসেছিল তখন ডাক্তার শামীম রেজার ডিউটি ছিল। তবে আমি জানি রোগী ওয়াস করার পর চিকিৎসারত অবস্থায় মারা গেছে। এ বিষয়ে ভালো বলতে পারবেন ওই সময় ডিউটিরত ডাক্তার। কথা হয় কোটচাঁদপুর থানার এস আই জমির হোসেনের সঙ্গে তিনি বলেন, প্রাথমিক অবস্থায় যা দেখলাম তাতে মৃতের শরীরে কোন মারের চিহৃ নাই। তবে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর। মৃত সোনা ভান (৪০)। সে উপজেলার দয়ারামপুর গ্রামের রোহুজুলের স্ত্রী। বৃহস্পতিবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
Design and developed by zahidit.com