তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮

সুমন মালাকার, কোটচাঁদপুর প্রতিনিধি : “উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপীর ন্যায়  ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যােগে বৃহস্পতিবার সকাল ১১টায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও  জমকালো অায়োজন অার উৎসবমুখর অানন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে নানা রংবেরং ফেষ্টুন ব্যানারে সাজ সজ্জিতার মাধ্যমে বর্নাঢ্য শোভাযাত্রা মধ্যদিয়ে উপজেলার পরিষদের চত্বর হতে  উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে কোটচাঁদপুর শহর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

এই বর্নঢ্যা শোভাযাত্রায় কোটচাঁদপুর উপজেলার নির্বাহী  অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন  কোটচাঁদপুর উপজেলার চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোছাঃ নাজমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) তাসলিমা খাতুন, পৌর মেয়র মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, পৌর অাওয়ামীলীগের অাহবায়ক অধ্যাপক ফারজেল হোসেন মন্ডল, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জয়নাল অাবেদীন সরকার, উপজেলা অাওয়ামীলীগের নেতা কাজী অালমগীর, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলার ৫ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তারা, উপজেলা যুবলীগের নেতা মঈনুদ্দীন শেখ হেকিম, উপজেলার বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের প্রধানগনসহ ছাএ ছাত্রীবৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্হিত ছিলেন। ২০১৮ সালের উন্নয়ন মেলা সাংস্কৃতিক অনু্ষ্ঠান ও অালোচনা সভা কে ঘিরে উপজেলায় সাজসাজ রব পড়েছে। মেলায় সাধরন জনতার স্বতঃফুর্ত উপস্থিতিতে মেলা প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়।

এদিকে ২০১৮ সালের উন্নয়ন মেলা উপলক্ষে  কোটচাঁদপুরের ইতিহাসে রেকর্ড ৪৩ টি স্টল দেওয়া হয়েছে বলে উপজেলার সূত্রে জানাযায়। উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা শেষে উপস্থিত অতিথিবৃদ্ধ ঘুরে ঘুরে মেলার স্টল পরিদর্শন করেন।

এই মেলা ১১, ১২ ও ১৩ তিনদিনব্যাপি চলবে। এর মধ্যে কৃষি অফিসের স্টল, মহিলা বিষয়ক স্টল, নির্বাহী অফিসের স্টল, সমাজ সেবার স্টলসহ কয়েকটি স্টল উপস্থিত অতিথিদের দৃষ্টিনন্দন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ