ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : বাবার ওপর রাগ করে কোটচাঁদপুরে পিয়ালী নামে এক স্কুলছাত্রী আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের সামনে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর একটি পা কাটা পড়েছে।
আহত পিয়ালী কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে দশটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন কোটচাঁদপুর স্টেশনে ঢোকার আগে পিয়ালী হালদার স্কুলের ড্রেসপরা অবস্থায় ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে। পিয়ালীর বাম পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। এতে তা বাম পায়ের পাতা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আঘাত লাগে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে।
ঘটনাস্থলে থাকা লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান ডাক্তাররা।
কোটচাঁদপুর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার ফারাহানা শারমিন বলেন, ‘মেয়েটির পা কাটা পড়েছে। এ ছাড়া মুখ ও মাথায় আঘাত লেগেছে। যে কারণে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।’
পিয়ালী হালদার (১৫) কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের কেশব হালদারের মেয়ে। কেশব হালদার প্রবাসী।
পরিবারটির সূত্রে জানা গেছে, বাবা কেশব হালদার বিদেশ থেকে দীর্ঘদিন পর সম্প্রতি দেশে ফেরেন। তিনি পরিবারের কারো জন্য কিছু আনেননি। এনিয়ে পরিবারটিতে অশান্তি চলছিল। বুধবার সকালে এই বিষয় নিয়ে বাবা-মায়ের ঝগড়া বাধে। এক পর্যয়ে পিয়ালী স্কুলের যাওয়ার নাম করে নিজের বাইসাইকেলে চেপে রেলস্টেশনে এসে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে।
Design and developed by zahidit.com