ব্যাগ ভর্তি টাকা ফেরত দিলেন ফায়ার সার্ভিস কর্মীরা

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭

ব্যাগ ভর্তি টাকা ফেরত দিলেন ফায়ার সার্ভিস কর্মীরা

সুমন মালাকার, কোটচাঁদপুর, ঝিনাইদহ: কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এসময় তাদের কাছে থাকা ব্যাগ ভর্তি টাকা পাওয়া যায়। টাকা ভর্তি ব্যাগটি কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন। এছাড়া ফায়ার কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটার দিকে কালীগঞ্জ শহরের যশোর সড়কের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে। আহতরা দুইজনই একটি ট্রাক্টর কোম্পানির বিক্রয় প্রতিনিধি। টাকাভর্তি ব্যাগটি আহতদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছুল হক জানান, সকালে একটি মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন রাস্তায় পড়ে যান। এদের মধ্যে একজনের পা ভেঙে যায়। অপরজনের মাথায় আঘাত লাগে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় তাদের কাছে থাকা টাকাভর্তি ব্যাগ স্থানীয় লোকজন ও পুলিশের কয়েকজন সদস্য নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এসময় বিষয়টি নজরে আসে ফায়ার সার্ভিসের দুই কর্মীর। তারা ব্যাগটি উদ্ধার করেন। পরে দেখা যায় ব্যাগে তিন লাখ ৪৫ হাজার টাকা রয়েছে। তিনি আরো জানান, পরে কোম্পানি প্রতিনিধিরা এলে তাদের কাছে টাকা বুঝিয়ে দেওয়া হয়।